প্রবাসীর স্বজনদের ওপর নির্যাতন ও গ্রেফতার বন্ধের দাবিতে লন্ডনে মানববন্ধন  

আমিনুল ইসলাম মুকুল, লন্ডনঃ দৈনিক আমার দেশ  ইউকে’র নির্বাহী সম্পাদক অলি উল্লাহ নোমানের ছোট ভাই আরিফ বিল্লাহকে বাংলাদেশে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গত সোমবার ১৮সেপ্টেম্বর ২০২৩ লন্ডনে এক মানববন্ধন  কর্মসূচি পালিত হয়।মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল (এফআরআই) এর আয়োজনে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এটি অনুষ্ঠিত হয়। 

ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সভাপতি মোঃ রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন। 

বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ  ইউকে’র নির্বাহী সম্পাদক অলি উল্লাহ নোমান ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আশিকুর রহমান আশিক।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন এফআরআই এর সহকারী পরিবেশ সম্পাদক মো: ফখরুল ইসলাম, অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করতে জাগরণী সংগীত পরিবেশন করেন সংগঠনের সহসভাপতি আহমদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন বলেন, দেশে বর্তমানে সবচেয়ে বেশি বিপদে আছে সাংবাদিকরা, তিনি আমারদেশ পত্রিকার মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান এবং তার ভাই আরিফ বিল্লার ওপর সরকারের অন্যায় আচরণের কথা তুলে ধরে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।তিনি বলেন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সরকার  পরিকল্পিত ভাবে হত্যা করেছে, ঠিক একই প্রক্রিয়ায় বার বার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও সরকার হত্যা করার নীল নকশা আঁকছে।বেগম খালেদা জিয়ার কোন কিছু হলে এর পরিণাম ভালো হবেনা বলে সরকারের প্রতি হুশিয়ার বাণী উচ্চারণ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে আমার দেশ ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান বলেন, এই অবৈধ নিশিরাতের সরকার ছাপ্পান্ন হাজার বর্গমাইল বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে।তিনি বলেন, শুধু আমার ভাই নয় দেশের অসংখ্য মানুষকে এই সরকার বিনা অপরাধে গ্রেফতার করে অন্যায় ভাবে বন্দি করে রেখেছে।তিনি খালেদা জিয়া সহ সকল আলেমদের অনতিবিলম্ব্বে মুক্তি দিয়ে দেশে গণত্রন্ত ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহবান জানান।সাবেক যুবদলের কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান আশিক বলেন, অবৈধ সরকার বাংলাদেশের আঠার কোটি মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, একনায়কতন্ত্র কায়েম করেছে।তিনি বলেন, শেখ হাসিনা জনগণের উপর তার পিতার মতো আবারো বাকশাল চাপিয়ে দেয়ার চেষ্টা করছে ,কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করবে।

সভাপতির বক্তব্যে মোঃ রায়হান উদ্দিন বলেন, দৈনিক আমার দেশ ইউকে’র নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান এর ছোটভাই আরিফ বিল্লাহকে গ্রেফতার করার কারণ হলো তার ভাই একজন কলম সৈনিক, জালিম সরকারের বিরুদ্ধে লেখালেখির কারণে 

অন্যায় ভাবে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নেয়া হয়।পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।সত্য ঘটনা তুলে ধরায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।এখন তাকে ২ বছরের জেল দেয়া হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।তিনি বিরোধীদলীও নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান সহ অবিলম্বে গ্রেফতারকৃত সকল রাজবন্দীর মুক্তি দাবি করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নিউজলাইফ টয়েনটিফোরের এডিটর মোঃ অহিদুজ্জামান, পিচ ফর বাংলাদেশের সভাপতি মোঃ ডলার বিশ্বাস, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সিনিয়র সহ সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সহ সভাপতি আমিনুল ইসলাম মুকুল, ইমদাদুল হক, আব্দুল গফ্ফার শাহিন, ইকুয়াল রাইটস এর সাধারণ সম্পাদক নৌশিন মোশ্তারী মিয়া সাহেব, রাইটস অফ দ্যা পিপল এর সভাপতি আসাদুজ্জামান শাফী, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহ সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সফর, মোঃ কামরুল হাসান রাকিব, মোঃ তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফান্টু, সহকারী সাংগঠনিক সম্পাদ মোহাম্মদ বদরুল ইসলাম ,আশরাফুল আলম , রুবেল আহমদ, মোঃ কামাল আহমদ,সহকারি অনলাইন বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ,আইটি বিষয়ক সম্পাদক সাবের আহমদ,তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ,সহ কারি তথ্য বিষয়ক সম্পাদক কয়ছর রশিদ ,ট্রেণিং সম্পাদক মোঃ হোসাইন আহমদ,সহকারি ট্রেণিং সম্পাদক আবুল হোসাইন, সামাজিক বিষয়ক  সম্পাদক কাজী মোঃ নুরুজ্জামান, সহকারি সামাজিক বিষয়ক সম্পাদক রুমেল আহমদ চৌধুরী, সহকারি আইন বিষয়ক সম্পাদিকা নাদিয়া ফাতেমা, সোস্যাল মিডিয়া সম্পাদক মোঃ জবলুল আলম বিপুল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাইটস অব দ্যা পিপল এর সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, সহ সাধারন সম্পাদক রোহান তারিক ও এস এম রেজাউল করিম।

অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন আব্দুল মুহিত সায়েক আহমদ, দেলোওয়ার হোসেন, সানজিদা ইসলাম তমা, মোঃ রিজবী উদ্দিন আহমেদ, মোঃ কামরুল হাসান ভূইয়া

প্রমুখ।